Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কাচিকাটা ইউনিয়নের ইতিহাস

এককালে কাচিকাটা গ্রাম টি ছিল জনবিরল বসতি, জঙ্গলাকীর্ণ, দুর্গম ও জনমানবের অগম্য একটি ভীতিকর জায়গা। বহু সাধক দুর-দূরান্ত থেকে এখানে এসে সাধনা করেছেন।

দিঘির পশ্চিম তীরে অবস্থিত দিগন্ত বিস্তৃত শাখা-বিশিষ্ট বট-অশ্বত্থ বৃক্ষযুগল পাদদেশে কোন তত্ত্বজ্ঞ-তান্ত্রিক সন্যাসী সুদীর্ঘকাল আদ্যাশক্তি মহামায়ার প্রতীক স্বরুপে কালী মায়ের প্রাণ প্রতিষ্ঠা করে অহর্নিশি সাধনা করতেন। ফলে এর আশে-পাশে জনবসতি গড়ে উঠতে থাকে। 
কাচিকাটা এর নামকরণ নিয়ে আরো একটি প্রবাদ প্রচলিত আছে মহিষ হতে মহিষার নাম এসেছে মর্মে প্রতীয়মান হয়। তৎকালে মাদারীপুর-শরীয়তপুর জেলায় প্রচুর কৃষক ছিল। সবচেয়ে ভাল কৃষক এলাকায়।